হায়দ্রাবাদ : এবার তৈরি হলো করোনা গাড়ি। হায়দ্রাবাদের কে সুধাকর নামে এক ব্যক্তি তৈরি করেছেন এই গাড়ি। মানুষের মধ্যে সচেতনতার প্রচারের জন্য তৈরি করা হয়েছে গাড়িটি। চার চাকা বিশিষ্ট ১০০ সিসির এই গাড়িটিকে হায়দ্রাবাদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। গাড়িটির প্রতিষ্ঠাতা কে সুধাকর জানাচ্ছেন, ‘দেশ জুড়ে করোনার প্রভাবে ক্রমশই বাড়ছে মৃত্যু মিছিল। মানুষকে সচেতন করলেও অনেকাংশে সাধারণ মানুষ তা মানছেন না। তাই এই গাড়ি তৈরি করা হলো। এর মাধ্যমে সচেতনতার প্রচার করা হবে। করোনার মতো দেখতে হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই গাড়ি।’
প্রসঙ্গত যেকোনো সামাজিক সমস্যাতেই একটি গাড়ি তৈরি করেন হায়দ্রাবাদের কে সুধাকর। এর আগে এইডসের সচেতনতার প্রচার করতে তিনি তৈরি করেছিলেন কন্ডোমের আকারের একটি গাড়ি। এছাড়াও সিগারেটের ক্ষতিকারক দিক বোঝাতে সিগারেটের আকারে গাড়ি এবং ট্রাফিক আইন মানার অনুরোধ জানিয়ে হেলমেটের আকারে গাড়ি বানিয়েও শিরোনামে এসেছেন তিনি। এবার করোনা ভাইরাসের সচেতনতার জন্য বানিয়ে ফেললেন আস্ত একটা করোনা গাড়ি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowIndian inventor K Sudhakar has made ‘coronavirus car’ in Hyderabad to inform people about the dangers of the fast-spreading virus pic.twitter.com/0qojWsoYr8
— Reuters (@Reuters) April 8, 2020
এদিকে করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লক্ষ। এখনো পর্যন্ত মারণ এই ভাইরাসে সমগ্র বিশ্বে মৃত্যু হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৫,৮০০। ভারতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সচেতনতাই মারণ এই ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র উপায়, আর সেই সচেতনতার প্রচারেই এবার করোনা গাড়ি বানিয়ে ফেললেন কে সুধাকর।