Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘প্রত্যেক ভারতবাসী প্রধানমন্ত্রীর তহবিলে অন্তত একশো টাকা দিন’, আর্জি আশা ভোঁসলের

কৌশিক পোল্ল্যে: বর্তমান পরিস্থিতিতে ভারতসহ গোটা বিশ্বের অবস্থা আশঙ্কাজনক। ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স যেন মৃত্যুপুরী। স্বাস্থ্যব্যবস্থার নাজেহাল অবস্থা ব্রিটেন ও আমেরিকায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যা প্রায়…

Avatar

কৌশিক পোল্ল্যে: বর্তমান পরিস্থিতিতে ভারতসহ গোটা বিশ্বের অবস্থা আশঙ্কাজনক। ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স যেন মৃত্যুপুরী। স্বাস্থ্যব্যবস্থার নাজেহাল অবস্থা ব্রিটেন ও আমেরিকায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যা প্রায় চার হাজার তিনশোর গন্ডি পেরিয়েছে।

প্রতিদিন গড়ে ৭১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মৃতের সংখ্যাও পেরিয়েছে একশোর বেশি, যদিও সেরে উঠেছেন সাড়ে তিনশোরও বেশি মানুষ, যে খবর খানিকটা সন্তোষজনক, তবে দেশের অবস্থা মোটের উপর সুবিধের নয়। টানা ২১ দিনের লকডাউন চলছে সমগ্র ভারতবর্ষে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরমধ্যেই সমস্ত দেশবাসীকে অন্তত একশো টাকা সরকারি তহবিলে অনুদান হিসেবে দান করার আর্জি জানালেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। তিনি জানান, একশো টাকার কত ক্ষমতা তা কী আমরা জানি? ১৩০ কোটি ভারতবাসী যদি অন্ততপক্ষে একশো টাকা করেও দান করি তাহলে টাকার অঙ্কটা গিয়ে পৌঁছোবে তেরো হাজার কোটি টাকায়, যা নিঃসন্দেহে করোনা মোকাবিলায় এক বিরাট গুরুত্বপূর্ন যোগদান হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।

উল্লেখ্য, সিনেজগতের বিভিন্ন নামজাদা তারকারা ইতিমধ্যেই তাদের সাধ্য অনুযায়ী অর্থের অনুদান করেছেন রাজ্য তহবিল ও প্রধানমন্ত্রী তহবিলে (পিএম কেয়ার)। ভারতীয় ক্রিকেটমহলের অনুদানও কিছু কম নয়। পশ্চিমবঙ্গে শাহরুখের সংস্থা কলকাতা নাইট রাইডার্স এর একটি এনজিও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে।

About Author