Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রফি ও কিশোর কুমারের হিট গান গেয়ে গৃহবন্দির উৎসাহ দিতে উদ্যোগ গুজরাট পুলিশের, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সারাদিন বাড়িতে বসে থাকতে কি কারও ভালো লাগে? হাতের কাছে বইয়ের স্টকে সব পড়া শেষ! নতুন কোনো সিনেমাও দেখতে ইচ্ছে করছে না, আর টিভি খুললেই সব পুরোনো মেগাসিরিয়াল…

Avatar

কৌশিক পোল্ল্যে: সারাদিন বাড়িতে বসে থাকতে কি কারও ভালো লাগে? হাতের কাছে বইয়ের স্টকে সব পড়া শেষ! নতুন কোনো সিনেমাও দেখতে ইচ্ছে করছে না, আর টিভি খুললেই সব পুরোনো মেগাসিরিয়াল আর অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছে, আবেগের বশে প্রথম কদিন ভালো লাগলেও রোজ রোজ কি ভালো লাগে?  লকডাউনের মাঝে এমন সব প্রশ্নই মনমরা করে তুলছে গৃহবন্দি মানুষদের।

প্রতিদিনের বিনোদন একঘেঁয়ে ঠেকছে? সেই কারনেই তো এই অভিনব উদ্যোগ গুজরাট পুলিশের। রাস্তা থেকেই আমেদাবাদের হাউসিং কমপ্লেক্সের মানুষদের গান শুনিয়ে আনন্দ দেওয়ার ছোট্ট প্রচেষ্টা চালালেন এনারা। এর আগেও বহু চিকিৎসাকর্মী ও পুলিশের গান ভাইরাল হয়েছে, তারই মাঝে এই ভিডিও পুলিশকর্মীদের সহৃদয় আচরনের প্রতীক হিসেবে ধরা দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একেবারে এক লড়ি ডিজে নিয়ে হাজির এই পুলিশেরা, সঙ্গে একজন স্থানীয় গায়ক। গিটার হাতে গান ধরতেই আশেপাশের আবাসনের বাসিন্দারা বাড়ির ব্যালকনি থেকেই হাততালি দিয়ে তালে তাল মেলাতে শুরু করেন, এতে উক্ত পুলিশকর্মীদের উৎসাহ আরও বেড়ে যায়। আধুনিক গানের সঙ্গে সঙ্গে জনৈক গায়ক মহ: রফি ও কিশোর কুমারেরও বেশ কয়েকটি গান করেন যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গুজরাট পুলিশের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে বাহবা দিয়েছেন সোশ্যাল ইউজাররা, শুভেচ্ছাবার্তায় ফেটে পড়ে পোস্টের কমেন্টবক্স। পুলিশকর্মীরা জানান, “একটি ডিজে ট্র্যাক ও গায়ক ভাড়া করেছিলাম আমরা। একঘেমেয়ি কাটিয়ে আবাসনের বাসিন্দাদের মনোরঞ্জনের জন্যই এই ব্যবস্থা করেছি।”

About Author