মুম্বাই : করোনায় মৃত্যুতে এবার মৃতদেহ সৎকার করার সময় তৈরি হল অশান্তি। জানা গিয়েছে, মুম্বই শহরতলির মালাডেতে এক করোনা সংক্রমিত বৃদ্ধের মৃত্যু হয়। ওই বৃদ্ধ মালাড মালওয়ানির বাসিন্দা। ওই মুসলিম বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে শেষকৃত্য করার জন্য মৃতদেহ নিয়ে তার পরিবার কবরস্থানে নিয়ে যায়। ওই মুসলিম বৃদ্ধ যোগেশ্বরীর এক হাসপাতালে মারা গিয়েছেন। কবরস্থানে মৃতদেহ কবর দেওয়ার জন্য নিয়ে গেলে যখন কবরস্থান কতৃপক্ষের অবগত হয় যে মৃতদেহটি করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাতে তারা শেষকৃত্য করতে পরিবারকে অনুমতি দেয়নি।
মৃতের ছেলের অভিযোগ, প্রায় ঘন্টাখানেক কবরস্থানে অপেক্ষা করলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কবরস্থান কতৃপক্ষ ওই মৃতের পরিবারকে জানায়, যেহেতু করোনায় মৃত্যু হয়েছে তাই তারা সৎকার করতে দেবেন না। তারপর কয়েকজন সমকর্মী স্থানীয় হিন্দু সৎকার সমিতির দ্বারস্থ হন ওই মৃতের পরিবার। তারপর শ্মশান কতৃপক্ষে মৃতদেহকে শ্মশানে দাহ করার অনুমতি দেয়। সব প্রক্রিয়া সেরে বৃহস্পতিবার সকাল ১০টায় সম্পন্ন হয় শেষকৃত্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকবরস্থান কতৃপক্ষের কাছে স্থানীয় থানা ও রাজনীতিবিদরা আবেদন করলেও আদায় করা যায়নি অনুমতি। যার ফলে শেষ পর্যন্ত ওই মুসলিম পরিবার শেষকৃত্য সম্পন্ন করে শ্মশানে।