Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে দাম বাড়ল iPhone-এর, পিছিয়ে গেল নতুন ফোনের লঞ্চের তারিখ

সম্প্রতি ভারতে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ বেড়ে 18 শতাংশ হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের। একই ভাবে দাম বেড়েছে Apple এর কিছু স্মার্টফোনের। iPhone 11 Pro…

Avatar

সম্প্রতি ভারতে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ বেড়ে 18 শতাংশ হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের। একই ভাবে দাম বেড়েছে Apple এর কিছু স্মার্টফোনের। iPhone 11 Pro Max এর দাম 1,11,200 টাকা থেকে বেড়ে 1,17,100 টাকা এবং iPhone 11 pro এর দাম 1,01,200 টাকা থেকে বেড়ে হয়েছে 1,06,600 টাকা। একইভাবে দাম বেড়েছে iPhone XR ও iPhone 7 এর।

অন্যদিকে দাম বাড়ার সাথে সাথে পিছিয়ে যেতে পারে কয়েকটি ফোনের লঞ্চের তারিখ। জানা গেছিলো iPhone 9 অথবা iPhone SE 2 নামের এই ফোনটি বাজারে আনবে apple। তবে সম্প্রতি এই সংস্থার একটি টুইট থেকে জানা গিয়েছে 15ই এপ্রিল iPhone 9 এর ঘোষণা করা এবং 22শে এপ্রিল এই ফোনটির শিপিং শুরু করার কথা ঠিক হলেও, করোনাভাইরাস পরিস্থিতির জেরে এই তারিখে বদল হতেও পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একাধিক রিপোর্ট থেকে জানা গেছে নতুন ফোনে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হতে পারে।যেটিতে থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, A13 চিপ ও 3GB RAM। গত বছর প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল ফোনটি 399 মার্কিন ডলারে লঞ্চ হতে পারে।

About Author