আজ ১লা এপ্রিল, বুধবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।
মেষঃ প্রণয়ভঙ্গের সম্ভাবনা রয়েছে। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ পরের উপকার করতে পারেন। ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।
মিথুনঃ পারিবারিক দিক দিয়ে ভালো যাবে না। কলহ দেখা দিতে পারে।
কর্কটঃ সবসময় আনন্দ উপভোগ করবেন। পারিবারিক দিক দিয়েও শুভ হবে।
সিংহঃ আজ আপনার জন্য শুভ হবে। লটারিতে প্রাপ্তি হতে পারে।
কন্যাঃ বিলাসিতার দেখা দিতে পারে। তবে ভেবেচিন্তে পদক্ষেপ নিন।
তুলাঃ সাধুসঙ্গে শান্তি লাভ করতে পারবেন।
বৃশ্চিকঃ দ্বি চক্রযানে বিপদের আশঙ্কা। সাবধানে থাকুন।
ধনুঃ নতুন ঋণ যুক্ত হতে পারে। অর্থনৈতিক দিকে নজর দিন।
মকরঃ মিশ্রফল লাভ করবেন। ভালো, খারাপ দুটোই হতে পারে।
কুম্ভঃ গৃহ সংস্কারে ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
মীনঃ সাময়িক বিষণ্নতা দেখা দিতে পারে। কাছের মানুষদের সাথে থাকুন