Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যেই বিশেষ ছাড়, অনলাইন গাড়ি বুকিং করলে পাওয়া যাবে হোম ডেলিভারি

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। ফলে অনেক রকম অসুবিধায় পড়েছেন প্রত্যেকে। মন্দার মুখে বিভিন্ন শিল্প। গাড়ি শিল্পেও পড়েছে তার প্রভাব। কিছুদিন আগে BS4 গাড়ি বিক্রির সময়সীমা ৩১শে মার্চ…

Avatar

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। ফলে অনেক রকম অসুবিধায় পড়েছেন প্রত্যেকে। মন্দার মুখে বিভিন্ন শিল্প। গাড়ি শিল্পেও পড়েছে তার প্রভাব। কিছুদিন আগে BS4 গাড়ি বিক্রির সময়সীমা ৩১শে মার্চ থেকে পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলো সর্বোচ্চ আদালত। যার ফলে ব্যবসা চালিয়ে যেতে অনলাইন বুকিং চালু করেছে বিভিন্ন সংস্থা। তেমনই এবার থেকে “টাটা মোটরস” এর সমস্ত গাড়ি অনলাইন বুকিং এর সাথে সাথে হোম ডেলিভারিও পাওয়া যাবে।

কীভাবে করা হবে এই বুকিং সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এই সংস্থা। পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়িও কিনতে পারবেন গ্রাহকেরা। আরও উল্লেখ করা হয়েছে যে, ভিডিও কল ও ইমেলের মাধ্যমে কোম্পানির এক্সিকিউটিভ সেরা অফার, গাড়ির দাম ও মাসিক কিস্তির সংক্রান্ত সমস্ত হিসাব বুঝিয়ে দেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপাতত অনলাইনে Tata Tiago, Altroz, Tigor, Nexon ও Harrier বুক করতে পারবেন সবাই। আরও বলা হয়েছে ১৪ই এপ্রিল লকডাউন উঠে হলে এই গাড়িগুলির রেজিস্ট্রেশন ও ডেলিভারি শুরু করা হবে। এছাড়া BS4 গাড়ি কিনলে লকডাউনের জন্য যদি রেজিস্ট্রেশন না করা যায় তবে ২৪শে এপ্রিলের আগে রেজিস্ট্রেশনটি শেষ করতে হবে। ইতিমধ্যেই ৫,০০০ টাকায় Tiago ও ৩০,০০০ টাকায় Harrier BS6 গাড়িটি বুক করা শুরু হয়েছে।

About Author