Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যে ২৭ লক্ষ শ্রমিককে অর্থ দিয়ে সাহায্য যোগী সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ এই লকডাউনে করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও দিনমজুর, গরিব মানুষের সমস্যা বেড়েছে। যেসব শ্রমিকরা কাজের জন্য অন্য…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ এই লকডাউনে করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও দিনমজুর, গরিব মানুষের সমস্যা বেড়েছে। যেসব শ্রমিকরা কাজের জন্য অন্য রাজ্যে থাকেন তাদের সংকট আরও প্রবল। কাজ না থাকায় অর্থাভাব,খাদ্যসঙ্কটের সম্মুখীন হতে হচ্ছে এমন বহু মানুষকে।

এই সব মানুষের সমস্যার কথা ভেবে যোগী আদিত্যনাথের সরকার কাজ হারানো শ্রমিকদের জন্য ৬১১ কোটি টাকা খরচ করেছেন যাতে তাদের কোনও সমস্যা না হয়। মোট ২৭ লক্ষ ১৫ হাজার শ্রমিককে অর্থ সাহায্যর পাশাপাশি মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের শ্রমিকদের সরাসরি অর্থ সাহায্য ও খাদ্যশস্য পৌঁছে দিয়ে তাদের সাহায্যের চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। পরবর্তীতে আরও বহু মানুষকে সরাসরি অর্থ সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেন উত্তরপ্রদেশ সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলছিলেন তাদের পরিস্থিতি নিয়ে বিশদে জানতে তখনই তিনি এইসব কথা জানান। শুধু এবার নয় এর আগেও  দিল্লিত যেসব পরিযায়ী শ্রমিক আটকে ছিল তাদের সমস্যার সমাধানে তিনি নির্দেশ দেন ওই সব শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য রাস্তায় নামাতে হবে বাস এবং এক হাজার বাস রাস্তায় নামে তাঁর নির্দেশে।

তবে গতকালই বিতর্ক উঠে আসে উত্তরপ্রদেশের বরেলিতে পরিযায়ী শ্রমিকদের উপর রাসায়ণিক স্প্রে করার জন্য। যদিও বিরোধীরা জেলা প্রশাসনের এই অমানবিক আচরণের জন্য দোষারপ করছেন যোগী সরকারের মানসিকতাকে। কিন্তু যোগী আদিত্যনাথ এই নির্মম ঘটনার জন্য জেলাশাসককে তিরস্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে নিচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ।

About Author