কেরল : করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ সমস্তরকম যান চলাচল পরিষেবা। রাস্তাঘাট জনশূন্য। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। যার ফলে দেশে লক ডাউন বিধির মাধ্যমে সংক্রমণের হার আটকাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। তবে যান চলাচল বন্ধ থাকলেও জরুরি বিশেষ কয়েকটি পরিষেবা চালু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন এমত অবস্থায় বাড়ির বাইরে না বেরোতে।
যার ফলে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ মোতায়েন। এমত অবস্থায় আইএফএস অফিসার সুধা রমেন তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুনশান নীরব একটি জনবসতিপূর্ণ এলাকা দিয়ে একটি হাতি হেঁটে যাচ্ছে। আরও দেখা যাচ্ছে, হাতিটি কিছুদূর গিয়ে আবার মাথা ঘুড়িয়ে রাস্তাঘাট দেখে নিচ্ছে। ফের আবার চলা শুরু করেছে। যেনো লক ডাউন নিয়ম ভঙ্গ না হয় তার উপর সজাগ দৃষ্টি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঘটনাটি ঘটেছে কেরলে। হাতির ওমন ভাবমূর্তি দেখে মনে হচ্ছে সে যেনো এলাকায় পরিদর্শক রূপে কাজ করছে।
Meanwhile, a Tusker inspects the implementation of the lockdown in Kerala near Wayanad. pic.twitter.com/GTf1FkAMMg
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) March 29, 2020