Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২২০ বার প্রেমে ব্যার্থ, অবশেষে কুকুরকে বিয়ে করলেন এক নারী!

গত কয়েক বছর থেকে নিজের জন্য জীবনসঙ্গী খুঁজছেন ৪৯ বছরের এলিজাবেথ হোয়াড। এলিজাবেথ হোয়াড হচ্ছেন ৮০ দশকের বিখ্যাত সুইমসুট মডেল। জীবনসাথী খোঁজার জন্য তিনি অনলাইন ডেটিং ওয়েবসাইট গুলির সাহায্য নেন।…

Avatar

গত কয়েক বছর থেকে নিজের জন্য জীবনসঙ্গী খুঁজছেন ৪৯ বছরের এলিজাবেথ হোয়াড। এলিজাবেথ হোয়াড হচ্ছেন ৮০ দশকের বিখ্যাত সুইমসুট মডেল। জীবনসাথী খোঁজার জন্য তিনি অনলাইন ডেটিং ওয়েবসাইট গুলির সাহায্য নেন। ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ২২০ জনের সঙ্গে যোগাযোগ করেও তিনি নিজের জীবনসঙ্গী বেছে নিতে পারেননি।

অবশেষে হাল ছেড়ে তিনি নিজের পোষা কুকুর গোল্ডেন রিট্রিভার লোগানকে বিয়ে করেন। গত 30 জুলাই লন্ডনের এক প্রচলিত টিভি শো – এ তিনি বিয়ে সম্পন্ন করেন। সঙ্গে সঙ্গে তার বিয়ের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলিজাবেথের ২৫ বছরের একটি মেয়েও আছে। “গত আট বছরে আমি ৬ টি ডেটিং সাইট থেকে 220 জনের সঙ্গে ডেট করেছি এবং এটি সাধারণত একটি ভয়ঙ্কর ব্যাপার। এর পরিবর্তে লোগানকে বিয়ে করা ভালো হবে বলে আমি ভেবছিলাম”- জানান এই মডেল।

About Author