Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সোশ্যাল মিডিয়ায় নিজের কাহিনী ভাইরাল করুন’, করোনা থেকে সুস্থ হওয়া রোগীকে বললেন মোদী

করোনা ভাইরাসের সাথে লড়াই করার জন্য দেশ জুড়ে ২১ দিনের লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মন কি বাত অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি।…

Avatar

করোনা ভাইরাসের সাথে লড়াই করার জন্য দেশ জুড়ে ২১ দিনের লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মন কি বাত অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্যেশ্যে বলেন, ‘দেশ জুড়ে লকডাউনের জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। কিন্তু করোনা থেকে বাঁচতে এছাড়া আর কোনো উপায় ছিলনা।’ তিনি বলেন, ‘এমন কঠোর পদক্ষেপ করতে চাইনি, কিন্তু পরিস্থিতি করতে বাধ্য করেছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মারণ এই ভাইরাস মোকাবিলায় লকডাউনই একমাত্র পথ। সমগ্র দেশবাসীকে এই লকডাউন মেনে চলার আর্জি জানান তিনি।’ লকডাউন জারি হওয়ার পর থেকেই দেখা গেছে কিছু মানুষ লকডাউন অগ্রাহ্য করেই রাস্তায় নেমেছে। আজ প্রধানমন্ত্রী তাদের কাছে অনুরোধ করেন ঘর থেকে বাইরে না বেরোতে। তিনি বলেন, ‘কিছু মানুষকে দেখছি নিয়ম ভেঙে রাস্তায় বেরোচ্ছেন। এরকম করলে করোনা থেকে বাঁচা মুশকিল। তাই সবাইকে অনুরোধ করছি সরকারি আদেশ মেনে চলুন।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন মন কি বাত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কথা বলেন করোনা ভাইরাসের হাত থেকে বেঁচে ফেরা দুজনের সাথে। তাদের সাথে কথা বলার পর তাদেরকে অনুরোধ করেন তাদের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্যে। এতে করে মানুষ আতঙ্কিত হবেননা, এই অসুখের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদের তথ্যপ্রযুক্তি কর্মী যিনি এই ভাইরাস থেকে মুক্ত হয়েছেন সম্প্রতি, তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি প্রথমে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক, নার্স ও কর্মীদের সহায়তায় তিনি ভরসা পান।’

ওই ব্যক্তির কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি তথ্যপ্রযুক্তির কর্মী, আপনি একটি ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। সেটা ভাইরাল করুন। যাতে মানুষ বুঝে নিতে পারেন কিভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে।’ লকডাউন ঘোষণার পাঁচদিন পর তিনি ভাষণ দিলেন জাতির উদ্যেশ্যে।

About Author