Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন : ২০০ কিমি পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে রাস্তায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

লকডাউনের ফলে স্তব্ধ গোটা দেশ। বন্ধ পরিবহণ ব্যবস্থা, দোকানপাট। রাস্তাঘাট ও জনহীন। এরকম পরিস্থিতিতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছে বহু শ্রমিক। যারা বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি পাচ্ছেন না।…

Avatar

লকডাউনের ফলে স্তব্ধ গোটা দেশ। বন্ধ পরিবহণ ব্যবস্থা, দোকানপাট। রাস্তাঘাট ও জনহীন। এরকম পরিস্থিতিতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছে বহু শ্রমিক। যারা বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি পাচ্ছেন না। এদিকে কাজের ওখানে মালিক বলেছে এখন বাড়ি ফিরে যেতে। এই বাড়ি ফেরার পথেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে এক শ্রমিকের।

কিভাবে বাড়ি ফিরবেন তা বুঝতে পারছিলেন না বছর ৩৮-র এক শ্রমিক রণবীর সিং। তিনি মধ্যপ্রদেশের মরিনা জেলার বাসিন্দা। দিল্লির তুঘলকবাদের একটি রেস্তোরাতে কাজ করতেন তিনি। লকডাউনের জন্য মালিক বাড়ি চলে যেতে বলায় সে কোনো গাড়ি না পেয়ে এক বন্ধুর সঙ্গে হাঁটতে শুরু করেছিলেন। খাবার জোটেনি তিনদিন। না খেতে পেয়ে এবং ক্লান্ত হয়ে পথেই হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রায় ২০০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরবেন ভেবেছিলেন। তিনি জানতেন যে সেই কাজ অসাধ্য তবুও ভেবেছিলেন যদি পারা যায়। তিনদিন ধরে হাটছিলেন দুজনে। কোনো খাবার না জোটায় শুধু জল খেয়েছিলেন তাঁরা। ক্লান্ত হলে পথই ছিল বিশ্রাম নেবার জায়গা। তাঁর সহকর্মী জানান যে শনিবার সকাল থেকেই রণবীর বারবার হাঁটতে হাঁটতে রাস্তায় বসে পড়ছিলেন। হঠাৎ করে বুকে ব্যাথা ওঠায় দিল্লি-আগের হাইওয়েতে রাস্তায় লুটিয়ে পরে সে। রাস্তায় থাকা এক ব্যক্তি ছুটে এসে জল ও খাবার দিলেও শেষরক্ষা হয়নি। তিনি সেখানেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রণবীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তাঁর ফোন থেকেই বাড়িতে খবর দেওয়া হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগে এরকম হাইওয়ে দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মারা যান ৫ জন শ্রমিক। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে ভর্তি। তবে পুলিশ ঘাতক লরিটিকে ধরতে পারলেও চালক পলাতক।

About Author