Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম ভারতীয় মহিলা তৈরি করলেন করোনাভাইরাস টেস্টিং কিট

শ্রেয়া চ্যাটার্জি - করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারিদিকে তৈরি হয়েছে কিট তৈরীর কাজ। এক একটি দেশ এক এক রকম ভাবে চেষ্টা করে চলেছে অনবরত। ভারত ও তার থেকে পিছিয়ে নেই…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারিদিকে তৈরি হয়েছে কিট তৈরীর কাজ। এক একটি দেশ এক এক রকম ভাবে চেষ্টা করে চলেছে অনবরত। ভারত ও তার থেকে পিছিয়ে নেই এবং সবচেয়ে বড় কথা যিনি এই টেস্ট কিট টি প্রথম তৈরি করলেন ভারতে, তিনি একজন মহিলা। অন্যান্য দেশে যখন টেস্ট কিট তৈরি হয়ে গেছে, তখন ভারতকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল একটা সময়। কিন্তু এইসময় ভারতবাসীকে বাঁচাতে হাজির হলেন মিনাল শাখাভে ভোঁসলে। মিনাল এবং তার দল Mylab Discovery সবাই মিলে তৈরি করেন এই করোনাভাইরাস টেস্টিং কিট।

Mylab Discovery এটি ভারতের মধ্যে প্রথম জায়গা যেখানে টেস্ট কিট তৈরি করা হয়, এটি পুনেতে অবস্থিত। এতে পরীক্ষা করলে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই ফলাফল জানা সম্ভব হবে। তবে শ্রীমতি ভোঁসলে যিনি Mylab Discovery র প্রধান তিনি এই টেস্ট কিট টি প্রথম তৈরি করেন। তবে এই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বাচ্চা জন্ম হওয়ার ঠিক একদিন পরেই তিনি এই টেস্ট কিট টি National Institute of virology তে জমা দেন ১৮ ই মার্চ। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় তিনি তার দায়িত্ব থেকে একচুল নড়েননি, এটি তার কাছে ছিল একটি চ্যালেঞ্জের বিষয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি যে শুধু সন্তানের জন্ম দিয়েছেন এবং টেস্ট কিট আবিষ্কার করেছেন তাই নয়, তিনি এই অসংখ্য ভারতবর্ষের মনে এক আশার আলো তৈরি করেছেন। তার জন্য আমরা প্রত্যেকে ভারতবাসী হয়ে গর্বিত। নিজের সবচেয়ে সুন্দর সময়টাতেও তিনি শুধু নিজের কথা না ভেবে, ভেবেছেন গোটা ভারতবর্ষের কথা।

About Author