আজ ২৭শে মার্চ শুক্রবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।মেষঃ কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন।বৃষঃ কোনো বিষয় নিয়ে উদ্বেগ হতে পারে। সঠিক পরিকল্পনা করে কাজ করুন।মিথুনঃ কোনো ব্যাপারে সাহসিকতার পরিচয় দিতে পারেন, ফলে সুনাম বৃদ্ধি পাবে।কর্কটঃ প্রিয়জনের সমাগম ঘটতে পারে। ভালো সময় কাটাবেন।সিংহঃ আজকের দিনটিতে আপনার ভ্রমণ যোগ রয়েছে। ভালো কোনো জায়গায় যেতে পারেন।কন্যাঃ নিজের কাজে অন্যের সহায়তা পাবেন। সাফল্য লাভ হবে।তুলাঃ স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি দেখা যেতে পারে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন।বৃশ্চিকঃ কোনো দূর্ঘটনায় রক্তপাত ঘটতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে।ধনুঃ কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করুন।মকরঃ আজ আপনার অবসাদ দেখা দিতে পারে। কাছের মানুষের সাথে সময় কাটান।কুম্ভঃ জীবনে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে। আজ আনন্দিত থাকবেন।মীনঃ কিছু বিষয়ে দায়িত্ব বৃদ্ধি পাবে। সঠিক ভাবে পালন করুন।