Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রপিক্যাল মেডিসিনে হচ্ছে নতুন করোনা পরীক্ষাকেন্দ্র, করা যাবে সোয়াব টেস্ট

যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে নতুন করে পরীক্ষাকেন্দ্র তৈরি করা ভীষণ জরুরি, আর সেই উদ্যোগে রাজ্যে আরও একটি করোনা পরীক্ষা কেন্দ্র হচ্ছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রয়োজনীয় বায়ো সেফটি…

Avatar

যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে নতুন করে পরীক্ষাকেন্দ্র তৈরি করা ভীষণ জরুরি, আর সেই উদ্যোগে রাজ্যে আরও একটি করোনা পরীক্ষা কেন্দ্র হচ্ছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রয়োজনীয় বায়ো সেফটি ল্যাব থাকায় ট্রপিক্যালে হবে করোনা নির্ণায়ক সোয়াব টেস্ট। এক হাজার টেস্ট-কিট পাঠিয়ে দেওয়া হয়েছে, জানা গেছে সোমবার থেকেই শুরু হবে এই পরীক্ষা।

কিন্তু করোনা নির্ণয় কেন্দ্র পেলেও সমস্যা হচ্ছে লালারস পরিবহণকারী ভিটিএম কিট নিয়ে, বর্তমানে মাত্র দেড়শোটি ভিটিএম আছে যার থেকে ভাগ দিতে হচ্ছে আইডিকেও। ট্রপিক্যাল এবং নাইসেড, দু’পক্ষই জানিয়েছে শুধু , কিট নয় পাশাপাশি এই ভিটিএম কিটও দিতে হবে পর্যাপ্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে রাজ্যের যে দুটি জায়গায় কোভিড-১৯ পরীক্ষা হয় সেগুলি হল বেলেঘাটা নাইসেড এবং এসএসকেএম (পিজি) হাসপাতাল। নাইসেডে সাতটি মেশিন থাকলেও দু’টি মেশিন কাজ করছে। দরকার হলে বাকি মেশিন গুলি কাজে লাগানো হবে। যদি সাতটি মেশিন কাজ করে তাহলে নাইসেড প্রতিদিন সাড়ে পাঁচশো সোয়াব টেস্ট করতে পারবে ।

মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড ও পরীক্ষা কেন্দ্র, এই তিন ধরণের পরিকাঠামো সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন যে কারনে তিনি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারগুলিকে। সাতটি ‘এনএবিএইচ’ কেন্দ্রকে অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে যদি সেরকম হয় তাহলে মোট কেন্দ্র দশটি করোনা নির্ণয় কেন্দ্র পাবে ।

About Author