Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের আইন ভেঙে জমায়েত ধর্মীয় স্থানে, লাঠি চালালো পুলিশ

গত মঙ্গলবার রাত ১২ টা থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব মৃতদেহের পাহাড় তৈরী করা ভয়াবহ করোনা ভাইরাসের মোকাবিলায় অন্য কোন পথ ছিল না আর। একমাত্র সামাজিক…

Avatar

গত মঙ্গলবার রাত ১২ টা থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব মৃতদেহের পাহাড় তৈরী করা ভয়াবহ করোনা ভাইরাসের মোকাবিলায় অন্য কোন পথ ছিল না আর। একমাত্র সামাজিক দূরত্ব সৃষ্টি করেই এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধ করা যেতে পারে। তাই প্রধানমন্ত্রী দেশের মানুষকে ২১ দিন বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, লকডাউনের আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও দেশ জুড়ে লকডাউন কার্যকর করতে রাস্তায় নামতে হচ্ছে। লকডাউনের সময় ৬ জনের বেশি জমায়েত করতে পারেন না, সেখানে কর্ণাটকের একটি মসজিদে বহু মানুষ একত্রিত হয়েছিল নামাজ পড়তে। সরকারের কড়া নির্দেশ উপেক্ষা করে জমায়েত করার কারণে তাদের মসজিদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু, তারা পুলিশের নির্দেশ অমান্য করলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পুলিশ লিঠি চালালে ছত্রভঙ্গ হয় জমায়েত। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাম এলাকার এক মসজিদে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, দিন কয়েক আগে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমে জনতার দ্বারা আক্রান্ত হতে হয়েছিল কর্ণাটক পুলিশকে। লকডাউন আইন ভঙ্গ করে রাস্তায় বেরানো কয়েকজন যুবককে আটকালে তারা পুলিশের উপর চড়াও হয়। কিল, চড়, ঘুষি, লাথি মারতে থাকে তারা। এরপরই পুলিশকে আরও কড়া হাতে লকডাউন কার্যকর করার নির্দেশ দেয় কর্ণাটক সরকার।

About Author