Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাস্ক বিলি করছেন একদল তৃতীয় লিঙ্গের মানুষ, সত্যি তাদের কুর্নিশ জানাতে হয়

শ্রেয়া চ্যাটার্জি - কাঠফাটা রোদের মধ্যে টোটো করে মাস্ক বিলি করতে বেরিয়েছেন একদল তৃতীয় লিঙ্গের মানুষ। যারা এই সমস্ত মানুষদের দেখলে যাদের ভুরু কুঁচকে যায়, নাক সিটকোন। তারা একবারো ভাবেনা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – কাঠফাটা রোদের মধ্যে টোটো করে মাস্ক বিলি করতে বেরিয়েছেন একদল তৃতীয় লিঙ্গের মানুষ। যারা এই সমস্ত মানুষদের দেখলে যাদের ভুরু কুঁচকে যায়, নাক সিটকোন। তারা একবারো ভাবেনা যে এই মানুষগুলো মানুষ, তাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। আমরা যারা নিজেদেরকে সুশিক্ষিত এবং সচেতন নাগরিক বলে দাবি করি, তাদেরই কিন্তু লকডাউন এর সময় চায়ের দোকানে আড্ডা মারতে কিংবা একটু ঘুরে আসতে বেরিয়ে দেখা যাচ্ছে, অনেকেই বেরিয়ে পড়ছেন অথচ তারা সুশিক্ষিত, কিন্তু তথাকথিত সমাজে যারা অবহেলিত তারা এই অসাধারণ কাজটি করছেন। কাজটি করতে দেখা যাচ্ছে শান্তিপুরে, গোটা শান্তিপুর জুড়ে নাকি তারা এই মাস্ক বিলি করবেন।

নিজের জীবনকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন মাস্ক, শুধু তাই নয় মাস্ক হাতে দিয়ে তারা বলছেন যে পরিষ্কার থাকবেন। সত্যি এই সমস্ত মানুষকে দেখে আজ কুর্নিশ জানাতে হয়। তবে এখন এদের মধ্য থেকেও অনেকে সুশিক্ষিত হচ্ছেন। এরাও মাথা তুলে দাড়াতে চাইছেন। তবে সমাজের উচিত এদের পাশে থাকা অর্থাৎ আমরা যারা নিজেদেরকে সুশিক্ষিত বলে দাবী করি তারা যাতে বাইরে বেরোলে এদেরকে দেখে খারাপ ব্যবহার না করে একটু কাছে টেনে নি তা দেখতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author