নতুন এই করোনা ভাইরাসটি ঋতুচক্রের সঙ্গে সঙ্গে ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রতিষেধক ভ্যাকসিন এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বুধবার এমনই জানিয়েছেন এক মার্কিন বিজ্ঞানী। অ্যান্টনি ফৌসি নামের ওই বিজ্ঞানী জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস-এর সংক্রামক রোগের গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। বুধবার একটি বক্তব্যে তিনি জানান যে, দক্ষিণ গোলার্ধে ইতিমধ্যে ভাইরাসটি কার্যকর হতে শুরু করেছে, যেখানে এখন শীত চলছে।
‘দক্ষিণ আফ্রিকা সহ দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে আমরা এখন যা দেখতে পাচ্ছি, তা হ’ল এই শীতের মরসুমে করোনার সংক্রমণ ঘটছে। আমাদের এখানেও শীতের সময়ই এমন ঘটনার সূত্রপাত ঘটতে দেখা গিয়েছিল। যদি এমনটা ঘটে থাকে তবে অনিবার্যভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে, আমরা যেন দ্বিতীয়বারের জন্য এমনই একটি সময়ের মোকাবিলা করতে প্রস্তুত থাকি।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি আরও যোগ করেন যে, ‘এর একটি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমরা কী করছি তা ভেবে দেখা জরুরি। দ্রুত পরীক্ষা করে প্রতিষেধক প্রস্তুত করার চেষ্টা করে যেতে হবে আমাদের। যাতে পরবর্তী চক্রের আগে এর একটি ভ্যাকসিন পাওয়া যায়।’
বর্তমানে এর দুটি ভ্যাকসিন রয়েছে যা মানব দেহে পরীক্ষার জন্য প্রয়োগ করা হয়েছে। একটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অপরটি চীনে। কিছু চিকিৎসা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিছু নতুন ওষুধ এবং এন্টিম্যালারিয়ালস ক্লোরোকুইন এবং হাইড্রোক্সাইক্লোরোকুইন সহ কিছু আবার নতুন করে তৈরি করা হয়েছে। ফৌসি এদিন বলেন, ‘আমি জানি আমরা এই পরীক্ষায় সফল হতে পারব।’