Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING NEWS : কাশ্মীরে প্রথম মৃত্যু করোনা ভাইরাসে

করোনা ভাইরাসের প্রকোপ জম্মু ও কাশ্মীরেও পড়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১ জন। বুধবার রাতে শ্রীনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৫ বছরের বৃদ্ধের। তিনি শ্রীনগরের হায়দারপুরের বাসিন্দা ছিলেন। তাকে শ্রীনগরের…

Avatar

করোনা ভাইরাসের প্রকোপ জম্মু ও কাশ্মীরেও পড়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১ জন। বুধবার রাতে শ্রীনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৫ বছরের বৃদ্ধের। তিনি শ্রীনগরের হায়দারপুরের বাসিন্দা ছিলেন। তাকে শ্রীনগরের চেস্ট ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে উদ্বেগের বিষয় যে ওই মৃত ব্যক্তির সাথে যারা সংস্পর্শে চিয়েলিন, তাদের ৪ জনের রিপোর্ট ও পজিটিভ এসেছে। এছাড়া ওই আক্রান্তকে চিকিৎসা করা ৭ জন চিকিৎসক সহ আরও ৭০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শ্রীনগরের মেয়র জুনেদ আজিম ট্যুইট করেন যে তারা তাদের ওখানে প্রথম কারোর করোনাতে মৃত্যুর খবর দিচ্ছেন। এই দুঃসংবাদ তিনি সকলের সঙ্গে ভাগ করে নিতে চান এবং মৃতের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান। এছাড়া তিনি ওই হাসপাতালের সমস্ত চিকিৎসকে ধন্যবাদ জানান। আর সবাইকে ঘরবন্দি থাকার জন্য আবেদন করেছেন।

কাশ্মীর সরকার মনে করছেন যে আরও বেশ কিছু জনের আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। কারণ বেশ কিছু মানুষ তাদের বিদেশ সফরের কথা গোপন করেছেন। তাই এই আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে তারা মনে করছেন।

About Author