Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের করোনাতে মৃত্যু গুজরাটে, ভারতে মৃতের সংখ্যা ১৩

ভারতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। আবার করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এক ভারতীয়র। বুধবার রাতে গুজরাটের আহমেদাবাদে মৃত্যু হয়েছে এক ৮৫ বছরের বৃদ্ধা। এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হল গুজরাটে।গত ২২…

Avatar

ভারতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। আবার করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এক ভারতীয়র। বুধবার রাতে গুজরাটের আহমেদাবাদে মৃত্যু হয়েছে এক ৮৫ বছরের বৃদ্ধা। এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হল গুজরাটে।গত ২২ মার্চ তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরে একাধিক সমস্যা ছিল। তার করোনা রিপোর্টও পজিটিভ আসে। বুধবার তার মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনিও সম্প্রতি বিদেশ থেকে এসেছিলেন।

গুজরাটে প্রথম মৃত্যু হয় রবিবার। ৬৯ বছরের এক বৃদ্ধ গুজরাটের সুরাটে মারা যান। বুধবার তামিলনাড়ু ও মদ্যপ্রদেশে ও দুজনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১৩। আরও ২জন বিদেশি করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। একজন ছিলেন ফিলিপিন্সের বাসিন্দা ও অর্জন ইতালির পর্যটক ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে আক্রান্তের সংখ্যা ৬০৬। গতকাল নতুন করে ৮৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আজ পশ্চিমবঙ্গে ১জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০-এ। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মহারাষ্ট্রে প্রায় ১২৮ জন। মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। বিদেশি সহ ৪ জনের এখনও  পর্যন্ত মৃত্যু হয়েছে।

About Author