Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চাঁদের গায়ে শনির বলয়, কী হবে পৃথিবীর? চাঞ্চল্যকর তথ্য দিল নাসা

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি অসাধারণ ছবি। আকাশের উজ্জ্বল বস্তু দেখতে অনেকটা চাঁদের মত কিন্তু তার গায়ে শনির বলয়।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি অসাধারণ ছবি। আকাশের উজ্জ্বল বস্তু দেখতে অনেকটা চাঁদের মত কিন্তু তার গায়ে শনির বলয়। রাতের অন্ধকারে আপনি একধাক্কায় দেখলে হয়তো বুঝবেন যে শনি পৃথিবীর এত কাছে চলে এলো কি করে?

আপনি কি করোনাভাইরাস এর খবর পড়তে পড়তে নাসার দেওয়া এই খবরটি পড়তে ভুলে গেছেন? না একেবারেই না, নাসা এরকম কোন খবর বার করেনি। আর এটা শনি নয়, এটি চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু চাঁদের গায়ে ওটা কিসের বলয়? ওটা বলয় না, ওটা মেঘ। মেঘই কেমন করে ঘিরে রেখেছে। যেন মনে হচ্ছে চাঁদের গায়ের ওপরে শনির বলয় টাকে কেউ জড়িয়ে রেখেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাস এর আতঙ্কের জন্য কার্যত মানুষ এখন গৃহবন্দী। জানলার একটু ফাঁক দিয়ে কিংবা ছাদে উঠে আকাশের তারা গুনতে এখন বোধহয় মানুষের একটু সময় আছে। সেই টুকু সময় কে সাথে করে বোধহয় এই ফটোগ্রাফার এত সুন্দর একটি স্বর্গীয় ফটো তুলেছেন। এই অসাধারণ ফটোটি তুলেছেন ফ্রান্সেস্কো সজুয়েল।

তিনি বলেছেন, এই ফটোটি তোলার সময় তার একটি অদ্ভুত অনুভুতি হচ্ছিল, আপনি যদি এই ফটোটা দেখেন আপনি আপনার মত করে কেমন লাগছিল তা জানাতে পারেন। তিনি আরো বলেন আপনি যদি এই ফটোটা দেখতেই থাকেন, আপনি অন্য জগতে পৌঁছে যেতে পারবেন। এক চমকে দেখে আপনার হঠাৎ করে মনে হবে, যে শনি বোধহয় পৃথিবীর খুব কাছে চলে এসেছে। আর এই বলয় টা দেখতে অনেকটা অন্য ভিন্ন গ্রহের মানুষের মত লাগছে। ছবিটা এতোটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে নাসা এটিকে ‘astronomy picture of the day’ এই শিরোপায় অভিষিক্ত করেছে।

একটু আধটু ফটো তোলা যাদের অভ্যাস আছে, তাদের কাছে কিন্তু এই ছবিটি একটি আদর্শ ছবি হয়ে থাকবে। আর এই মুহূর্তে সারা বিশ্ব যখন কার্যত গৃহবন্দী, তখন সোশ্যাল মিডিয়ায় এমন একটি স্বর্গীয় ছবি যা হয়তো সকলের মনকে এক বাক্যে ভালো করে দেবে একথা অনস্বীকার্য।

About Author