বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের কথা ভেবে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন। লকডাউনের ফলে মানুষের যাতে সমস্যা না হয় তাই মুখ্যমন্ত্রী বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।
মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাগুলি নিয়েছেন, সেগুলি হল-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) রাজ্য সরকারের তরফ থেকে আগামী ২ মাসের জন্য সমস্ত সামাজিক পেনশন অর্থাৎ বিধবাভাতা, জয় বাংলা প্রভৃতি প্রকল্পের টাকা একসাথে দিয়ে দেওয়া হবে। যাদের মার্চ মাসের টাকা বাকি রয়েছে তাদেরকে একসাথে ২ মাসের টাকা দিয়ে দেওয়া হবে।
২) রেশন দোকানে ভিড় কমানোর জন্য ১ মাসের পণ্য একবারে দিয়ে দেওয়া হবে।
৩) রাজ্যে হোম ডেলিভারি ব্যবস্থা চালু রাখার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। এই হোম ডেলিভারির বিষয়টা পুলিশ সুপার, বিডিও, জেলাশাসককে দেখতেও বলেন।
৪) হোম ডেলিভারির ক্ষেত্রে পাসের ব্যবস্থা তিনি করেন। পাস্ থাকলে কোনো সমস্যা হবে না. তাই ডেলিভারি সংস্থাগুলিকে পাস্ সংগ্রহ করে নিতে তিনি বলেন।
৫) সাধারণ মানুষের সমস্যা হলে তা জানানোর জন্য স্টেট কন্ট্রোল রাম খোলার নির্দেশ তিনি দিয়েছেন। সেখানে মানুষ ফোন করে সমস্যা জানাতে পারবেন। টোল ফ্রি নম্বর ১০৭০ বা ০৩৩-২২১৪৩৫২৬ এইখানে ফোন করা যাবে বলে তিনি জানান।