Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলেঘাটা আইডিতে ভোগান্তির শিকার ব্রাজিল ফেরত যুবক, সারাদিন হন্যে হয়ে ঘুরলেন হাসপাতাল

এবার খোদ বেলেঘাটা আইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এক ব্রাজিল ফেরত যুবকের। অসমের ওই যুবক কর্মসূত্রে থাকেন ব্রাজিল। বিশ্বে এমন ভয়াবহ করোনার দাপট, যার ফলে তিনি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন। এরপর…

Avatar

এবার খোদ বেলেঘাটা আইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এক ব্রাজিল ফেরত যুবকের। অসমের ওই যুবক কর্মসূত্রে থাকেন ব্রাজিল। বিশ্বে এমন ভয়াবহ করোনার দাপট, যার ফলে তিনি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন। এরপর গত ২০ মার্চ দমদম বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে থার্মাল ক্রিনিং করার পর তাঁকে নির্দেশ দেওয়া হয় বেলেঘাটা আইডিতে যাওয়ার জন্য। বেলেঘাটা আইডি হাসপাতালে গেলে তাকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সেখানে উপস্থিত হলে ফের তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে যেতে বলা হয়।

অ্যাম্বুলেন্স করে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালের সামনে নামিয়ে গাড়িটি চলে গেলে শুরু হয় সমস্যা। ব্যাগ পত্তর দেখে হাসপাতাল কতৃপক্ষের সন্দেহ হয় ওই যুবক কোয়ারেন্টাইন থেকে পালিয়েছেন, কিন্তু সমস্ত কাগজপত্র দেখালেও হাসপাতাল কতৃপক্ষ কর্ণপাত করেনি। যার ফলে যুবক দারস্থ হন প্রিন্সিপালের কাছে। তারপর তাকে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন বিভাগে। রাজারহাট কোয়ারেন্টাইনে ফোন করলে সেখান থেকে যুবককে জানানো হয় তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। অবশেষে রাতে ভরতি নেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাসপাতাল কতৃপক্ষের এমন কান্ডের জেরে স্বভাবতই ক্ষুব্ধ ওই যুবক। দায়িত্বশীল নাগরিকের মত নির্দেশ পালন করতে গিয়ে এমনভাবে নাজেহাল হওয়ার জেরে ওই যুবক বলেন, না আসলেই ভালো হতো। কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতালের এমন আচরন কেন, প্রশ্ন উঠেছে। যদি ওই যুবক করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন তবে হাসপাতাল চত্বরে কোভিড-১৯ জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

About Author