Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, লকডাউন অমান্য করলে গুলির নির্দেশ

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সকাল ১০ টায় করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠক হবে। গতকাল দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত গোটা…

Avatar

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সকাল ১০ টায় করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠক হবে। গতকাল দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন থাকবে। রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে যাতে সংকট না হয় তা দেখার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে হেল্পলাইন নম্বর চালু করতে হবে রাজ্যগুলিকে যাতে মানুষ প্রয়োজনীয় কথা জানাতে পারে। জরুরি পরিষেবার যুক্ত মানুষ যেন অযথা সমস্যা না হয় সে দিক টিও দেখতে হবে।

আগামী ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন উৎসব প্রসঙ্গে প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন দেশজুড়ে এখন করোনা আতঙ্ক, মানুষ লড়ছে করোনা সংক্রমণের বিরুদ্ধে। উত্‍সব পালন প্রতি লবারের মতো না হলেও পরিস্থিতি মোকাবিলায় মনোবল বাড়বে দেশবাসীর। এখন সময় কোভিড নাইন্টিন-এর বিরুদ্ধে সবাই মিলে লড়াই করার। সমস্ত নির্দেশ মেতে সতর্কতা অবলম্বন করার। লকডাউনের সময় দেশের বিভিন্ন জায়গায় নিয়ম অমান্য করার ছবিও উঠে এসেছে। নিয়ম অমান্য করলে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন লকডাউন অমান্য করলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হবে। দেশজুড়ে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে মোট ১১ জনের মৃত্যু হয়েছে করোনায়। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে, ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি রাজাজি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই ব্যক্তির সিওপিডি ছিল, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও ছিল বলে জানা যায়।

About Author