করোনার থাবা ক্রমশ গ্রাস করছে ভারতকে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সাথেই বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো পর্যন্ত ভারতে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন বিদেশি ছিলেন। করোনাতে মৃতদের থেকেও সংক্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে। তাই এই মৃতদেহগুলোকে কিভাবে সৎকার করা উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে সৎকার করা হবে তার নিয়ম বলেছেন। সে নিয়মগুলি হল-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১)করোনাতে আক্রান্ত মৃত ব্যক্তির দেহটিতে হাইপোক্লোরাইট সলিউশন ব্যবহার করতে হবে। যাতে সংক্রমণ না ছড়ায়।
২) মৃত ব্যক্তির পোস্ট-মর্টেম না করাই ভালো। তবে যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের বিশেষ সুরক্ষা গ্রহণ করতে হবে।
৩) মৃত ব্যক্তির নাক, চোখ এবং মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে।
৪) পরিবার দেহ দেখতে চাইলে প্লাস্টিকের বিশেষ ব্যাগে আটকানো অবস্থাতেই দেখতে হবে। দেহ স্পর্শ করা একদম যাবে না। দেখা হয়ে গেলে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
৫) যারা শেষযাত্রা এবং সৎকারে অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তাদেরকে গ্লাভস, চশমা, মাস্ক সব ব্যবহার করতে হবে।
৬) মৃতদেহ বহনকারী গাড়িটিকে কম্পককে ৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড ঠান্ডাতে রাখার ব্যবস্থা করতে হবে। গাড়িটিকেও ভালো করে পরিষ্কার করতে হবে।
৭) সর্বশেষ ক্ষেত্রে ছাই বা মাটি সংগ্রহের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।