Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING : করোনায় আরও একজনের মৃত্যু

গোটা বিশ্বেই করোনা আতঙ্ক বেড়ে চলেছে। তামিলনাড়ু তে আক্রান্তের সংখ্যা ১৮ জন। কর্নাটক, দিল্লি, মুম্বই, পাঞ্জাব, বিহার, গুজরাত, হিমাচল এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। মুম্বাইতে করোনা…

Avatar

গোটা বিশ্বেই করোনা আতঙ্ক বেড়ে চলেছে। তামিলনাড়ু তে আক্রান্তের সংখ্যা ১৮ জন। কর্নাটক, দিল্লি, মুম্বই, পাঞ্জাব, বিহার, গুজরাত, হিমাচল এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। মুম্বাইতে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ৪ এবার করোনার থাবায় মৃত্যু হল তামিলনাড়ুতে।

বুধবার ভোরে ৫৪ বযসী এক ব্যক্তি ব্যক্তির মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। জানা গেছে ডায়াবেটিস, হাইপারটেনশন ও থাইরয়েডের সমস্যা ছিল ও-ই ব্যক্তির,কয়েকদিন আগে করোনা পজিটিভ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা, বুধবার তার মৃত্যুতে তামিলনাড়ুতে প্রথম করোনা-আক্রান্ত মারা গেলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার তামিলনাড়ুতে করোনা আক্রান্তের মৃত্যুর পর ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ জন। যার মধ্যে ২জন বিদেশি নাগরিক রয়েছে।

ভারতে দ্রুত গতিতে বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১৯ জন। মঙ্গলবার সন্ধ্যাবেলা জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেছেন, আরও ২১ দেশজুড়ে লকডাউন থাকবে। করোনা নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন।

About Author