আজ ২৫শে মার্চ, বুধবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।মেষঃ আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃষঃ যারা কোনো বীমা সংস্থার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ।মিথুনঃ আজ নির্দিষ্ট কিছু ব্যাপার নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। পরিকল্পনার সাথে কাজ করুন।কর্কটঃ আজ আপনার জন্য খুবই শুভ। জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।সিংহঃ কিছু বিপদের আশঙ্কা রয়েছে। সাবধানতা অবলম্বন করতে হবে।কন্যাঃ প্রতিভার বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ভালো যাবে আজকের দিন।তুলাঃ আজ খনিজদ্রব্যে বিশেষ লাভ করতে পারেন।বৃশ্চিকঃ নিজের ভুল বুঝতে পেরে নতি স্বীকার করতে হতে পারে।ধনুঃ আপনার জন্য আজ খুবই শুভ হবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে।মকরঃ কোথাও ভ্রমণ করতে গেলে কষ্ট পেতে পারেন। বাড়িতেই থাকুন।কুম্ভঃ কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন।মীনঃ পারিবারিক বা কর্মক্ষেত্রে মানহানির সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে কাজ করবেন।