Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘প্রচেষ্টা প্রকল্প’-এ শ্রমিকদের জন্য ১০০০ টাকা অনুদান ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্যে নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় গতকাল বিকেল ৫ টা থেকেই লক ডাউন হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ জনের। তারপর আরও কড়াকড়ি পদক্ষেপ সরকারের। কলকাতা…

Avatar

রাজ্যে নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় গতকাল বিকেল ৫ টা থেকেই লক ডাউন হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ জনের। তারপর আরও কড়াকড়ি পদক্ষেপ সরকারের। কলকাতা মেডিকেল কলেজ, বাঙুর হাসপাতাল, বেলেঘাটা আইডি সহ বেশ কয়েকটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর জন্য বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। কলকাতা মেডিকেল কলেজকে মুখ্য করোনা সেন্টার বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কিনা তা দেখভালের জন্য তিনি সারপ্রাইজ ভিজিট করবেন হাসপাতাল গুলিতে। তার সঙ্গে থাকবেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এছাড়া এদিনের বৈঠকে তিনি শ্রমিকদের সাহায্যের কথাও ঘোষণা করেন। এদিন শ্রমিকদের উদ্দেশ্য যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের মাসে এক হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের নাম ‘প্রচেষ্টা প্রকল্প।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাজ্য লক ডাউনের ঘোষণা হলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগামী ৩১ মার্চ পর্যন্ত লক ডাউনের কথা ঘোষণা করেন। বৈঠকের সারপ্রাইজ ভিজিটের কথা জানানোর পরই এদিন বৈঠক শেষে তিনি বেরিয়ে পড়েন হাসপাতালগুলি দেখভালের জন্য। প্রথমেই অনুজ শর্মাকে নিয়ে মুখ্যমন্ত্রী যান আরজি কর মেডিকেল হাসপাতালে, পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং মাস্ক তুলে দেন। এরপর তিনি যান কলকাতা মেডিকেল কলেজে।

About Author