Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় চিনের পথ অনুসরণ কলকাতার, প্রয়োগ করা হচ্ছে রাসায়নিক

শহর কলকাতায় করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ, চিনে বর্তমানে মৃত্যুর হার অনেক কমেছে,সেখানে হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এবার সেভাবেই কলকাতাতেও মঙ্গলবার থেকে জীবাণুনাশক রাসায়নিক…

Avatar

শহর কলকাতায় করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ, চিনে বর্তমানে মৃত্যুর হার অনেক কমেছে,সেখানে হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এবার সেভাবেই কলকাতাতেও মঙ্গলবার থেকে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে একসাথে ২০টি বড়মাপের জেট-স্প্রে গাড়ি দিয়ে স্প্রে ছড়ানো শুরু হচ্ছে।

চিনে ধ্বংসকারী স্প্রে ব্যবহারে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে জানার পর পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় ওই রাসায়নিক নিয়ে এসে কলকাতাকে বিপদমুক্ত করতে চেষ্টা শুরু করছে। আজ প্রথমে SSKM, বাঙ্গুর, বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় জেট-স্প্রে জলের গাড়ি ভাইরাস ধ্বংস করতে সচেষ্ট হবে।শুধু জেট স্পে মেশিন নয়, ভাইরাস ধ্বংস করতে সংক্রমিত হতে পারে এমন বহুতলের বিভিন্ন ফ্লোরে ফগিং মেশিন দিয়ে ওই রাসায়নিক ছড়িয়ে দেবেন পুরসভার কর্মীরা। একসাথে ২০টি বিশেষ মেশিন জরুরিভিত্তিতে অর্ডার দিয়ে আনা হয়েছে। পুরসভার জঞ্জাল সাফাই কর্মীদের দশটি বিশেষ বাস যা পরিবহন থেকে নেওয়া হয়েছে তাতে করে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবে তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মহানগরের ঘন বসতি এলাকা, হাসপাতালে, স্বাস্থ্যদফতরে রোজ সকাল ও সন্ধ্যায় নিয়ম করে জীবাণু ধংসকারী রাসায়নিক-স্প্রে ছড়ানো হবে। মুখ্যমন্ত্রীর পুরসভাকে দেওয়া ২০টি জেট-স্প্রে গাড়ি যা মূলত রাজপথে ধোয়া ও রাস্তার ডিভাইডারের গাছে জল দেওয়ার জন্য ওই ব্যবহৃত হত সেই গাড়ির জলে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে শহরের বিভিন্ন ঘনবসতি এলাকায় জীবাণু ধ্বংস করতে ছড়ানো হবে।কয়েক বছর আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরে ফগিং মেশিন ব্যবহার করা হত বাতিল কয়েক বছর হল, এবার করোনা নিয়ন্ত্রনে আবার বিশেষ ধরনের ফগিং মেশিন আনা হল পুরসভায়।
এই যন্ত্র দিয়েই সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করা হয়।

About Author