বিশ্বে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের জেরে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মারা গিয়েছে ১৬,০০০ এর বেশি মানুষ। একের পর এক দেশ জারি করেছে লকডাউন। ভারতেও গতকাল থেকে লকডাউন জারি হয়েছে। মারণ এই ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি পাকিস্তানও। সোমবার পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৪। প্রতিদিনই বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশে লকডাউনের প্রস্তাব নাকচ করে দিলো ইমরান খান সরকার।
ইমরান খান সরকারের মতে, করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। সব দেশের সাথে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় দেশে লকডাউন জারি করলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে দেশ জুড়ে। সারা দেশ প্রবল অর্থনৈতিক সমস্যায় পড়বে। তাই এই মুহূর্তে দেশে লকডাউন জারি করবে না পাকিস্তান সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইমরান খানের এই লকডাউন জারি না করার সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। অন্যান্য রাজনৈতিক দলগুলিও প্রবল সমালোচনা করেছেন ইমরান খানের এই সিদ্ধান্তের। তাঁদের ব্যাখা, করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই লকডাউন জরুরি। নয়তো ইতালির মতো পরিস্থিতি হতে সময় লাগবেনা। কিন্তু এই বিষয়টিকেই আমল দিতে নারাজ ইমরান খান।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৯। ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ রাজ্যেই লকডাউন জারি করা হয়েছে। কিছু এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া আর সবরকমের দোকানই বন্ধ প্রায় সমগ্র দেশ জুড়েই।