কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল। ৫৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সল্টলেকের আমরিতে তিনি ভর্তি ছিলেন। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দমদমের বাসিন্দা ওই ব্যক্তির মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু ঘটেছে। শনিবার রাতেই তাঁর শরীরে ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
তাঁর পরিবারের সদস্যরাও করোনা সন্দেহে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি আছেন। শুকনো কাশিজনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি গত ১৩ মার্চ থেকে অসুস্থ ছিলেন। তারপর তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শাসকষ্টের পরিমান ক্রমশ বাড়তে থাকে। ১৯ মার্চ এরকম পরিস্থিতি হয় যে চিকিৎসকরা তাকে ভেন্টিলেটরে রাখেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে এবং এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। তবে সমস্যা হল যে সম্প্রতি তিনি বা তাঁর পরিবারের কেউ বিদেশে যাননি। সুতরাং কলকাতার সামাজিক সংস্পর্শে তার করোনা ভাইরাস সংক্রমণ ঘটে। কলকাতায় এই প্রথম কোনো ব্যক্তির করোনা সংক্রমণে মৃত্যু ঘটে। ভারতে এই নিয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ২ জন বিদেশি ও ছিলেন।