Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইতালিতে যেন মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় মৃত ৭৯৩ জন

করোনা আক্রান্তের জেরে ইতালিতে ক্রমাগত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যা শূন্য হলেও ইতালিতে কয়েক মিনিট অন্তর অন্তর মারা যাচ্ছে মানুষ। গত বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যায় চিনকে…

Avatar

করোনা আক্রান্তের জেরে ইতালিতে ক্রমাগত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যা শূন্য হলেও ইতালিতে কয়েক মিনিট অন্তর অন্তর মারা যাচ্ছে মানুষ। গত বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছিল ইতালি। শুক্রবার সরকারি বিবৃতি অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন হলেও মাত্র একদিনেই আক্রান্তের হার ১৩.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে।

গত শুক্রবার ৬২৭ জন মানুষের মৃত্যুর কথা জানা গেছিলো তার ঠিক একদিন পরেই শনিবার জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। এক দিনেই মৃত্যু হার বেড়েছে ১৯.০৬ শতাংশ। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালির উত্তরপ্রান্তে অবস্থিত লোমবার্ডি প্রদেশের মানুষেরা। ২৫ হাজার ৫১৫ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫ জনের। কিন্তু এর মাঝেও সুস্থ হয়ে উঠেছেন অনেকে। ইতিমধ্যেই গোটা দেশে শুক্রবার ৫ হাজার ১২৯ জন এবং শনিবার ৬ হাজার ৭২ জন মানুষের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ২৭ শে মার্চ পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে লকডাউন, নির্দেশিকা নবান্নের

ইতালির ভয়ংকর পরিস্থিতি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই লক্ষের বেশি এছাড়া মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

About Author