ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৬। গোটা দেশ আতঙ্কিত, প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক সতর্কতা। ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আসলেও এমন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যারা সম্প্রতি বিদেশে যান নি, এবং এই ঘটনার পরেই আতঙ্ক বেড়েছে চতুর্গুণ। যতদিন যাচ্ছে দ্বিগুণ বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জনতা কারফিউ জারি করেছে, যার জেরে গোটা দেশ স্তব্ধ, বন্ধ ট্রেন পরিষেবা, রাস্তাঘাট জনশূন্য। এদিন হয়ত নতুন করে আক্রান্তের সংখ্যা কমবে এমনটাই আশা করা হচ্ছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ গোটা ভারতবর্ষ কার্যত গৃহবন্দী। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে জনতা কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ সেই কার্ফু পালন করার দিন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে করা ভাষণে মোদীজি রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু-র আবেদন জানান। আজ তাই স্তব্দ গোটা ভারতবর্ষ।
ভারতের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে প্রায় সমস্ত লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন ও বন্ধ থাকবে। ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। কোলকাতাতে কয়েকটি মেট্রো চলবে। প্রধানমন্ত্রী জনতা কার্ফু-তে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন। ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন করেছেন।