এবার করোনাভাইরাসে আক্রান্ত ছেলেকে লুকিয়ে রাখার অপরাধে সাসপেন্ড করা হলো এক রেল আধিকারিককে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। দক্ষিণ-পশ্চিম শাখার রেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে যে, রেল আধিকারিক ওই মহিলার ২৫ বছর বয়সী ছেলে জার্মানি এবং ইতালি ঘুরে ভারতে আসেন। গত ১৩শে মার্চ বেঙ্গালুরুতে ফিরে আসলে তাকে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে রেল কলোনীর একটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয় তাকে। পাঁচদিন পর জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওই তরুণ। এই ঘটনায় ওই আধিকারিককে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন যে, এর ফলে বাকিদের জীবনেও ভয়ানক বিপদ ডেকে এনেছেন ওই মহিলা। পরে ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : করোনার থাবা বলিউডে, আক্রান্ত হলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর
তবে শুধু বেঙ্গালুরুই নয় একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। কলকাতায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তরুণের লন্ডন থেকে দেশে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয় করা হয়। এরপর তাকে বেলেঘাটা আইডি-তে যেতে বলা হলেও অগ্রাহ্য করে সে। আইসোলেশনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। জানা গেছে তার মা নবান্নের উচ্চপদস্থ আমলা এবং বাবা চিকিৎসক। মায়ের সাথে নবান্নের দপ্তরেও গিয়েছিল সে। তাদের এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণে ক্ষিপ্ত গোটা রাজ্যের মানুষ।