আজ ২০শে মার্চ, শুক্রবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে
মেষঃ আজ কর্ম ও ব্যস্ততার দিন। অন্যরকম কিছু করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ শারীরিক ও মানসিক দিকে থেকে চাপে থাকবেন। কথাবার্তা সংযত করতে হবে। বিপরীত লিঙ্গের মাধ্যমে প্রতারিত হতে পারেন।
মিথুনঃ অতিরিক্ত শিক্ষনীয় বা সৃজনশীলতার কাজ করার সম্ভাবনা। যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের জন্য খুবই ভালো।
কর্কটঃ আজ আপনার জীবনসঙ্গী আপনাকে খুবই সাহায্য করবে। একা কাজ করলে ঠকতে পারেন।
সিংহঃ শত্রুতাযোগ এবং বিপরীত লিঙ্গের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যা দেখা যাবে।
কন্যাঃ প্রেমে আঘাত পেতে পারেন। আজ মানুষ চিনতে পারবেন।
তুলাঃ পারিবারিক দিক থেকে শুভ। মায়ের জন্য কিছু করতে পারবেন। আইনি ব্যাপারে সচেতন হতে হবে।
বৃশ্চিকঃ আজ সাহসীকতা না দেখানোই ভালো। নিজের সীমার মধ্যে থাকুন।
ধনুঃ জড়তা কাটিয়ে মনের কথা খুলে বলার চেষ্টা করুন। সমস্যার কথা বলতে শিখুন।
মকরঃ কাজ ঠিকঠাক না হওয়া এবং টাকাপয়সার ব্যাপারে চিন্তিত থাকবেন। কাজে বাধা আসতে পারে।
কুম্ভঃ উপযুক্ত পরিকল্পনার অভাবে ব্যয় খুবই বেড়ে যাবে।
মীনঃ সাহসীকতা বাড়বে। কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।