Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরীর জগন্নাথ মন্দিরের ৩৮৯ কোটি টাকা ইয়েস ব্যাংক থেকে সরলো SBI-এ

ইয়েস ব্যাংকে থাকা পুরীর জগন্নাথ মন্দিরের ৩৮৯ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এসবিআইয়ে সরানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক চিঠিতে একথা জানিয়েছে ইয়েস ব্যাংক। ব্যাংকের তরফে জানানো…

Avatar

ইয়েস ব্যাংকে থাকা পুরীর জগন্নাথ মন্দিরের ৩৮৯ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এসবিআইয়ে সরানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক চিঠিতে একথা জানিয়েছে ইয়েস ব্যাংক। ব্যাংকের তরফে জানানো হয়েছে ওই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে মোট সুদের পরিমাণ হয়েছিল ৮.২৩ কোটি টাকা, যা ওই টাকার সাথে যুক্ত হয়ে গিয়েছে।

ইয়েস ব্যাংকের তরফে জানানো হয়েছে, ‘ইয়েস ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত এই ত্রৈমাসিকে ফিক্সড ডিপোজিটে হওয়া সুদ পুরোপুরি পরিশোধ করেছে। ২০২০ সালের ১৯ মার্চ পর্যন্ত যে সুদ হবে সেই সুদ সহ ৩৮৯ কোটি টাকার ফিক্সড ডিপোজিটটি এসবিআইয়ে ট্রান্সফার করা হয়েছে।’ জগন্নাথ মন্দিরের প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ‘১৫৬ কোটি টাকার আরও দুটি ফিক্সড ডিপোজিট এমাসের শেষেই এসবিআইয়ে সরিয়ে দেবে বলে জানিয়েছে ইয়েস ব্যাংক’। সমস্ত ফিক্সড ডিপোজিট গুলিই পুরী এসবিআইয়ের মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েস ব্যাংক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক, সেরে নিন জরুরি লেনদেন

গত ৫ই মার্চ আর্থিক অনিয়মের জন্য ইয়েস ব্যাংকের থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবে বলে জানানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে। ইয়েস ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়েছিল, সেখানে বসানো হয়েছিল এসবিআই এর প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে। ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই সহ বাকি ব্যাংক গুলোর কাছে অনুরোধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেইমতো ৭,২৫০ কোটি টাকার বিনিময়ে এসবিআই এর ৪৯% শেয়ার কেনার কথা জানায় এসবিআই। গতকাল সন্ধ্যা থেকে আবার সম্পূর্ণ পরিষেবা শুরু হয়েছে ইয়েস ব্যাংকে।

About Author