Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তবে কী প্রেমের সম্পর্কের অবসান ঘটল রনবীর ও আলিয়ার? জানুন সত্য

কৌশিক পোল্ল্যে: বলিউডের সবচেয়ে বেশি চর্চিত জুটি রনবীর ও আলিয়ার মধ্যে কী সম্পর্কের ভাঙন ধরল? কেন এমন প্রশ্নই বা উঠছে? বেশ তো ভালোই একসঙ্গে সময় কাটাচ্ছিলেন দুজনে। কিন্তু আপনি জানেন…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের সবচেয়ে বেশি চর্চিত জুটি রনবীর ও আলিয়ার মধ্যে কী সম্পর্কের ভাঙন ধরল? কেন এমন প্রশ্নই বা উঠছে? বেশ তো ভালোই একসঙ্গে সময় কাটাচ্ছিলেন দুজনে। কিন্তু আপনি জানেন কী, ইদানিং দুজনের কথা বলা বা মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

বেশ কয়েকদিন আগেই ছিল আলিয়ার জন্মদিন, সেই উপলক্ষ্যে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটি ফ্যামিলি পার্টির আয়োজন করেন আলিয়া, এখানে তার প্রেমিক রনবীর ছিলেন অনুপস্থিত, আর এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। বলা ভালো এরপর থেকেই ফ্যানসদের মনে সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করে। এমনকি তিনি আলিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেননি এবং বার্থডে পোস্টে সকলে যেখানে আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সেখানে রনবীর নীরব থেকেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সমুদ্রপাড়ে হট লুকে ইলিয়ানা ডি ক্রুজ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়

বলিউডের দোলাচলে একের পর এক বহু অভিনেত্রীর সঙ্গে এই অভিনেতার নাম জড়িয়েছে। সোনম কাপুর, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ সহ আরও বেশ কিছুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রনবীর, যদিও কোনোটাই বিশেষ স্থায়ী হয়নি। অবশেষে যখন তিনি আলিয়ার প্রেমে পড়েন তখন সকলে ধরেই নেন এই সম্পর্কটি বোধহয় স্থায়ী হবে, কিন্তু এ নিয়েও ঘনিয়ে আসছে ঘোর অনিশ্চয়তা।

বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রনবীর ও আলিয়া আগের মতোই সম্পর্কে রয়েছেন এমনটাই জানালেন তাদেরই টিমের সদস্য। যদিও একথা কতটা সত্যি সে নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। ইদানিং রনবীর ও আলিয়াকে একসঙ্গে একদমই দেখা যায়নি। যুগলের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এবছরই মুক্তি পাবে। উল্লেখ্য এটিই এই জুটির প্রথম ছবি।

About Author