করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মারণ ভাইরাস করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করতে কর্মচারীরা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ করুক। সশরীরে অফিসে এসে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আমলা ও অফিসার পদমর্যাদার কর্মীদের কর্মক্ষেত্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সবাইকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে না। ৫০ শতাংশ কর্মী অফিসে থেকে কাজ করবেন এবং বাকী ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করবেন বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনার জেরে বিপর্যস্ত গরীবদের টাকা দিয়ে সাহায্য করার ভাবনা মোদী সরকারের
কে, কবে অফিসে যেতে আসবেন এবং কে, কবে বাড়িতে থেকে কাজ করবেন তা নির্দিষ্ট করবেন উর্ধ্বতন কর্মকর্তারা। গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের এই কাজের সূচি তৈরি করে দেবেন সংশ্লিষ্ট দপ্তরের হেড ক্লার্ক। এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফোন ও ইন্টারনেটের সাহায্য নিয়ে কাজ করবেন আমলারা, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।