Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আতঙ্কে বিনা বেতনে কর্মীদের ছুটিতে পাঠাল Go-Air

চিনের ইউহান থেকে ক্রমশ গোটা চিনকে গ্রাস করার পর করোনা ভাইরাস ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ইরান, ইতালি, আমেরিকা সহ একাধিক দেশে। করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ১৬০ টি দেশের নাগরিক,…

Avatar

চিনের ইউহান থেকে ক্রমশ গোটা চিনকে গ্রাস করার পর করোনা ভাইরাস ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ইরান, ইতালি, আমেরিকা সহ একাধিক দেশে। করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ১৬০ টি দেশের নাগরিক, যার মধ্যে ২ লক্ষেরও বেশী আক্রান্ত। মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার।

ভারতে বিদেশ ভ্রমনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ থাকবে ৩১মার্চ পর্যন্ত। লন্ডন ভিয়েনা এবং আরও কিছু দেশের বিমান বুধবার বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া,ইন্ডিগোর এবং আরও বেশ কয়েকটি এয়ারলাইন্সের পথ অনুসরণ করে এবার গো এয়ারও আন্তর্জাতিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা নিয়ে আজ ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গো এয়ারের আন্তর্জাতিক পরিষেবা। গো এয়ারের কর্মীদের বিনা বেতনে ছুটি পাঠানো হয়েছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। গো এয়ারই প্রথম এমন বিমান সংস্থা যারা কর্মীদের ছুটিতে পাঠাচ্ছে, তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বাকিদের কার্যের নজর রাখবে তারা। কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর ফলে কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

ভারতে মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৬৯, মৃত ৩। সংক্রমণ রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পর্যটন স্থান। বহু লোকের জমায়েত পূর্ণ স্থান গুলি এড়িয়ে চলার পাশাপাশি সিনেমা হল, শপিং মল ইত্যাদি ও এড়িয়ে চলতে বলা হচ্ছে।

About Author