বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার সন্ধ্যাবেলা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ও উপস্থিত ছিলেন। এরপরেই প্রধানমন্ত্রীর অফিসের থেকে টুইট করে প্রধানমন্ত্রীর ভাষণের কথা জানানো হয়।
ভারতে ক্রমাগত ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫১ জন। মৃত্যু হয়েছে তিন জনের। সব রাজ্যই মোটামুটি আক্রান্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের ৩৯ ছাড়িয়েছে। বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া এতো সহজ নয়। তাই অন্যান্য দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে ভারতের সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্যই মোদী সরকার এই ভাষণের সিদ্ধান্ত নিয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনার জেরে একবারে ছ’মাসের রেশন তোলা যাবে, ঘোষণা কেন্দ্রের
মোদীর করোনা ভাইরাস মোকাবিলার পদক্ষেপকে প্রশংসিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি। এছাড়া ভারতের গবেষণা দেখে তিনি খুশি হয়ে বলেন যে তাদের সাথে ভারতকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরকেও দরাজ সার্টিফিকেট দেন ওই অধিকর্তা হেঙ্ক বেকেডাম।
সূত্রের খবর অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও নমুনা পরীক্ষার জন্য যুক্ত করার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত সিবিএসই, ইউজিসি, জয়েন্ট-এন্ট্রান্স পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে। বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারাও।