কৌশিক পোল্ল্যে: করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল বাংলার যাবতীয় সিরিয়ালের শ্যুটিং। এরই পাশাপাশি সিনেমা, শর্টফিল্ম ও ওয়েব সিরিজের কাজও বন্ধ রাখার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সম্পূর্ন না কাটিয়ে অবধি এইসকল ক্ষেত্রে কাজ বন্ধ রাখতে হবে, যেহেতু আর্টিস্ট সহ টেকনিশিয়ানদের নিরাপত্তার দিকটিও গুরুত্ব সহকারে দেখা দরকার।
নিত্যদিন মেগাসিরিয়ালে ডুবে থাকা গৃহবধূদের জন্য নিঃসন্দেহে এটি একটি দুঃসংবাদ। শ্যুটিং যেহেতু বন্ধ থাকছে কাজেই ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার বন্ধ হবার প্রবল আশঙ্কা রয়েই যায় এবং বিজ্ঞপ্তিতে বলা হয় যে 30 শে মার্চের আগে কোনোভাবেই স্টুডিওপাড়ার কাজ শুরু করা যাবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনায় নেই ভয়ডর, একে অপরকে প্রকাশ্যে চুম্বন রাজ-শুভশ্রীর, দেখুন সেই ছবি
করোনা আতঙ্কের ভয়াবহতা সম্পর্কে কমবেশি সকলেই অবগত রয়েছেন। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই মারনব্যাধিতে ক্রমশই বাড়ছে মৃত্যুমিছিল। ছোঁয়াচে ভাইরাস হওয়ায় সতর্ক থাকতে মানুষজন ব্যবহার করছেন মাস্ক ও প্রতিনিয়ত হাত ধুয়ে নিচ্ছেন হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার দিয়ে। চারিদিকে চলছে প্রচার ও সতর্কবানী।
সিনেমার কাজও বেহাল হয়ে পড়ায় বিদেশে আঁটকে থাকা টলিপাড়ার সেলেবরাও চট করে পাচ্ছেন না ভিসা, যে কারনে সৃজিত মুখার্জী আফ্রিকায় ও ওনার স্ত্রী মিথিলা বাংলাদেশে বন্দি। যদিও দেশে ফেরার আপ্রান চেষ্টা চালাচ্ছেন লন্ডনে ছবির কাজে আঁটকে পড়া তারকা জিৎ ও মিমি। জনশূন্য সিনেমাহল বন্ধ হচ্ছে ক্রমাগত ফলে ছবি মুক্তির তারিখেও ঘোর অনিশ্চয়তা। একই দুর্ভাগ্য রয়েছে সিরিয়ালপ্রেমীদের জন্য। অবস্থার উন্নতি না ঘটলে স্টুডিওপাড়ার কাজ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।