সারা বিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড ১৯ বিশ্ব জুড়ে ইতিমধ্যে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশ থেকে নতুন করে সংক্রমণের খবর আসছে। এই সময় আতঙ্কিত না হয়ে, সচেতন হলেই বরং রক্ষা পাওয়া যেতে পারে এই ভাইরাসের হাত থেকে, এমনটাই জানাচ্ছেন একদল গবেষক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, উপসর্গের সামান্য লক্ষণের দেখা মিললেই পরীক্ষা করাতে হবে। চিকিৎসায় গড়িমসি এই সংক্রমণকে মারাত্মক জায়গায় নিয়ে যেতে পারে। তবে, চটজলদি ধরা পড়লে সহজেই মোকাবিলা করা যেতে পারে করোনা ভাইরাসকে। এই সংক্রমণ মানুষের থেকে ‘এয়ার ড্রপলেটে’র মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন বহনকারী বস্তুর উপর এর বেঁচে থাকার সময়সীমা ভিন্ন ভিন্ন হয়। কাঠ ও প্লাস্টিকের উপর পড়লে এই ভাইরাস ৩ থেকে ৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই, সাবধানতা অবলম্বন করা জরুরি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনা মানচিত্রে কোলকাতা, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২
সময় ও পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে এই মারণ ভাইরাস নিজের জিনের পরিবর্তন ঘটিয়ে চলেছে। ফলে এর মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। বিজ্ঞানীরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খুব শীঘ্রই প্রতিষেধক উদ্ভাবন করতে পারবেন বলে আশাবাদী তাঁরা। জিনের ক্রমাগত পরিবর্তনের ফলে তার চরিত্র বুঝতে অসুবিধায় পড়তে হচ্ছে বিজ্ঞানীদের।