Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে সোয়াইন ফ্লু, ভারতে মৃত্যু ২৮ জনের

গোটা দেশ যখন মহামারী করোনা নিয়ে উদ্বিগ্ন। ঠিক তখনি নতুন চিন্তার কারণ হয়ে উঠছে সোয়াইন ফ্লু। সূত্রের খবর অনুযায়ী , ২০২০ সালের ১ লা মার্চ পর্যন্ত ভারতে সোয়াইন ফ্লু-তে মৃত্যু…

Avatar

গোটা দেশ যখন মহামারী করোনা নিয়ে উদ্বিগ্ন। ঠিক তখনি নতুন চিন্তার কারণ হয়ে উঠছে সোয়াইন ফ্লু। সূত্রের খবর অনুযায়ী , ২০২০ সালের ১ লা মার্চ পর্যন্ত ভারতে সোয়াইন ফ্লু-তে মৃত্যু হয়েছে ২৮ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৬৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তথ্য অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালে সোয়াইন ফ্লু-তে মৃত্যু হয়েছে ২,১০০ জনের বেশি । আবার ২০১৭ সালে মৃত্যু হয়েছিল ২,২৭০ জনের। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সোয়াইন ফ্লু মূলত দেখা দেয় প্রত্যেক বছরের দুটো সময়ে- জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত, এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রথম যুবকের শরীরে মিলল করোনা জীবাণু, ভর্তি বেলেঘাটা আইডিতে

সোয়াইন ফ্লু সংক্রমণ থেকে বাঁচতে হলে হাঁচি ও কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা উচিত। তার সাথে বার বার সাবান এবং জল দিয়ে হাত ধুতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী বলেছেন,” সর্দি-কাশি হলে জমায়েতে যাবেন না, নিজের চোখ, নাক, মুখে বার বার হাত দেবেন না। ভালো পরিশুদ্ধ জল খাবেন। ভালো ঘুমের বিশেষ প্রয়োজন। যদি কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা যায় তো দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।”

স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে যে সারা দেশ যখন করোনা নিয়ে সংকটে রয়েছে, ঠিক তেমনি সোয়াইন ফ্লু সংকটের পরিস্থিতি তৈরী করছে বলে তারা জানিয়েছে। সারা দেশে সোয়াইন ফ্লু- পরিস্থিতি নিয়ে কেন্দ্র মনিটরিং করা হচ্ছে।  প্রত্যেকটি রাজ্যে সোয়াইন ফ্লু-র চিকিৎসার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে।

About Author