Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

HIV-র ওষুধ ব্যবহার করে সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাসের আতঙ্কে, চারিদিকে যখন মৃত্যু মিছিল ঠিক সেই সময় ভারত বর্ষ থেকে একটা আশার আলো খুঁজে পাওয়া গেল। এই অসামান্য ঘটনাটি ঘটেছে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাসের আতঙ্কে, চারিদিকে যখন মৃত্যু মিছিল ঠিক সেই সময় ভারত বর্ষ থেকে একটা আশার আলো খুঁজে পাওয়া গেল। এই অসামান্য ঘটনাটি ঘটেছে জয়পুর রাজস্থান এ। যেখানে চারজন মানুষ এই করনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তার মধ্যে তিনজন সুস্থ হয়ে গেছেন। তাদের সুস্থ হওয়ার পেছনের রহস্যটা হল, তাদেরকে ম্যালেরিয়া সোয়াইন ফ্লু এবং এইচআইভি পজেটিভ এর ওষুধ কম্বিনেশন করে দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর এর সাওয়াই মানসিং হসপিটালে।

HIV-র ওষুধ ব্যবহার করে সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

রোগীদের মধ্যে দুজন যারা ইতালি থেকে এসেছিলেন এবং একজন দুবাই থেকে আসেন যিনি ৮৫ বছরের বৃদ্ধ ইনি জয়পুরের বাসিন্দা। ৬৯ বছরের বৃদ্ধ ইতালিয়ান এবং ৮৫ বছরের জয়পুরবাসি কে এখন একেবারে করোনাভাইরাস ফ্রি এমন টা জানিয়েছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রহিত কুমার সিং। তবে ইতালি ও বৃদ্ধের স্ত্রীকে আপাতত রাজস্থান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সাইন্সেস স্থানান্তর করা হবে। মোট চারজন রাজস্থানে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে তিনজনকে এই ভাইরাস মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। চতুর্থ রোগী যিনি ২৪ বছর বয়স তাকে এসএমএস হসপিটালে ভর্তি করা হয়েছে। আশা করা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে উঠবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : ‘হাতের মুঠোয় করোনার প্রতিষেধক’ দাবি অষ্ট্রেলিয়ার গবেষকদেরHIV-র ওষুধ ব্যবহার করে সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কের সন্ত্রস্ত, ঠিক সেই মুহুর্তে ভারত বর্ষ থেকে এমন একটি খবর উঠে আসা সত্যি বেশ ভাল লাগার মত কথা। বিশ্বের প্রতিটি দেশের বড় তো চেষ্টা করে চলেছে এই মারন ভাইরাস কে কিভাবে শেষ করে ফেলা যায়। কিন্তু এতটাই বিস্তৃতভাবে এ আকার ধারণ করেছে যে মানুষ যেন ভেবে পাচ্ছে না কিভাবে এর থেকে নিষ্কৃতি পাবে। আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। যেখানে যেখানে অতিরিক্ত লোক জমায়েতের সম্ভাবনা শেষ সেই সমস্ত জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কবে এই করোনাভাইরাসের থাবা থেকে গোটা বিশ্বকে উদ্ধার করা যাবে তা কেউ জানে না। মন্দির, মসজিদ, গির্জা কে বন্ধ করে রাখা আছে। খোলা আছে শুধু হসপিটাল। আর ভরষা শুধু বিজ্ঞানের উপর।

About Author