এবারে এক বিখ্যাত সেলিব্রিটি আক্রান্ত করোনা ভাইরাসে। হলিউডের নায়ক টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইসলন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তারা। বেশ কয়েকদিন আগে তাঁর ও তাঁর স্ত্রীর জ্বর হয়, সেইসময় প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবন কেন্দ্রিক একটি ছবির শ্যুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন তারা।
তারা দুজনেই ডাক্তারি পরীক্ষা করেন এবং জানতে পারেন যে তারা করোনা আক্রান্ত, ফরেস্ট গাম্প ছবির এই তারকা জনসমক্ষে নিজেদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানোর পাশাপাশি অস্কারপ্রাপ্ত ৬৩ বছরের হ্যাঙ্কস বলেছেন এখন থেকে বাইরের জগৎ থেকে আলাদা হয়ে, নিয়মিত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে দিনযাপন করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now— Tom Hanks (@tomhanks) March 12, 2020
চিকিৎসকের কথা মতন যতদিন প্রয়োজন ততদিন আলাদা থাকার পাশাপাশি উভয়ের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খবরা-খবর দেবেন তারা এমনটা জানিয়েছেন।