কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন মধ্যপ্রদেশের দীর্ঘদিনের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলে কমলনাথ চালিত মধ্যপ্রদেশ সরকারের অবস্থা এখন টালমাটাল। এই পরিস্থিতিতে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আজ বলেন, ‘মধ্যপ্রদেশের ভাইরাস মহারাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা। এখানে ওরকম কোনো অপারেশন সফল হবেনা। কারণ এখানে অপারেশন থিয়েটারে আমাদের মতো সার্জনরা বসে আছে, কেউ অপারেশন করতে এলে তারই অস্ত্রোপচার হয়ে যাবে।’
সঞ্জয় রাউৎ এর আগে এদিন টুইটে বলেন, ‘মহারাষ্ট্রে এর আগে একটা অপারেশন ভেস্তে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ক্ষমতা অন্যরকম, এখানে কোনো অপারেশন চলবে না। চিন্তার কিছু নেই।’ প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির সাথে জোট হিসেবে লড়লেও শেষপর্যন্ত কংগ্রেস এবং এনসিপির সাথে সরকার গড়ে শিবসেনা। মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ভব ঠাকরে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর বিজেপিতে যাওয়া প্রসঙ্গে সঞ্জয় রাউৎ বলেন, ‘এর পিছনে বিজেপির সরাসরি হাত নেই। কংগ্রেসের মধ্যেই অসন্তোষ আছে।’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে ২২ জন বিধায়ক যাওয়ার প্রসঙ্গে সঞ্জয় রাউৎ বলেন, ‘একজন নেতার সাথে এতজন বিধায়ক যাচ্ছেন মানে তার যথেষ্ট প্রভাব রয়েছে দলে। সেই প্রভাবকে কংগ্রেসের অস্বীকার করা উচিত হয়নি। সিন্ধিয়াজির ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল কংগ্রেসের।’
মধ্যপ্রদেশে কংগ্রেসের এই ভাঙনে অমিত শাহকে কৃতিত্ব দিতে নারাজ সঞ্জয় রাউৎ। তাঁর মতে, ‘কোনো চাণক্যই এই কাজ করতে পারবেনা। এটা কংগ্রেসেরই অভ্যন্তরীণ সমস্যা।’ আজকেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের এখন টালমাটাল অবস্থা। এখন দেখার শেষপর্যন্ত ঘটনা কোনদিকে মোড় নেয়।