Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI গ্রাহকদের জন্য সুখবর, তুলে নেওয়া হল মিনিমাম ব্যালেন্সের নিয়ম

স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। আজ থেকে উঠে গেল অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স অর্থাৎ মিনিমাম ব্যালেন্স। এখন থেকে সব সেভিংস একাউন্টই জিরো ব্যালেন্স একাউন্ট হয়ে গেল। আগে যেমন ছিল…

Avatar

স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। আজ থেকে উঠে গেল অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স অর্থাৎ মিনিমাম ব্যালেন্স। এখন থেকে সব সেভিংস একাউন্টই জিরো ব্যালেন্স একাউন্ট হয়ে গেল। আগে যেমন ছিল সেই নিয়মই ফিরিয়ে আনলো এসবিআই। এতে উপকৃত হবেন এসবিআইয়ের প্রায় ৪৪.৫১ কোটি মানুষ।

এতদিন এলাকার উপর নির্ভর হত যে মাসে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ছিল ৩০০০ টাকা, শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ২০০০ টাকা , গ্রামের ক্ষেত্রে ছিল ১০০০ টাকা।  আর এই মিনিমাম ব্যালেন্স না থাকলে মেট্রো শহরের ক্ষেত্রে ১০-১৫ টাকা চার্জ কাটা হত। আর সেমি আর্বান অঞ্চলের ৭.৫-১২ টাকা চার্জ কাটা হত। গ্রামের ক্ষেত্রে ৫-১০ টাকা চার্জ কাটা হত।  সঙ্গে দিতে হত জিএসটি। আজ থেকে সব নিয়ম তুলে দেওয়ার ফলে আর কোনো চার্জ কাটাও হবে না। যার ফলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও  পড়ুন : ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো SBI, জেনে নিন নতুন সুদের হার কত

এসবিআই আজ অবশ্য প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। গত এক মাসের মধ্যে এই নিয়ে দুবার প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট সুদের হার কমালো ব্যাঙ্ক। ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে এবং ১ থেকে ৫ বছরের কম সময়ের ফিক্সেড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে। তবে এই মিনিমাম ব্যালেন্স তুলে নেওয়ার ফলে মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

About Author