এদিন মঙ্গলবার দেশে আরও বেড়ে গেলো করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, কেরালার ছয়জন ব্যক্তি ও কর্ণাটকের আরও তিনজনের দেহে মিলেছে কোভিড-১৯ এর সন্ধান। যার ফলে এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ গিয়ে দাঁড়িয়েছে। যার ফলে ক্রমেই কপালে পড়ছে দুশ্চিন্তার ভাজ।
কেরালায় এই মারণ ভাইরাস সংক্রমণের আরও ১২ টি ইতিবাচক ঘটনা ঘটেছে। যার ফলে বর্তমানে কেরালার সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিল কেরালা সরকার। এই ভিষণ ছোঁয়াচে মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে কেরালার সরকারের এই সিদ্ধান্ত। এছাড়াও আরও ২৭০ জনের উপর মেডিকেল নজরদারি চলছে। জানা গিয়েছে, যার মধ্যে ৯৫ জন ‘হাই-রিস্ক ক্যাটাগরি’তে রয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন
এদিন মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের কবলে আটকে পড়া ৫৮ জনকে ইরান থেকে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। এয়ারক্র্যাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার দেশের মাটি ছোঁওয়ার পরই ‘মিশন কমপ্লিটেড’ বলে ট্যুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।