ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এশিয়ার ধনী ব্যক্তিত্বের স্থান থেকে সরলেন মুকেশ আম্বানি ,ক্ষতি প্রায় ৪৩ হাজার কোটি

Advertisement

এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন মুকেশ আম্বানি। ২০১৮ সাল থেকে তিনি প্রথম স্থান দখল করে আছেন। তবে এবার তার স্থান পরিবর্তন হয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থানে এসে পড়েছে। আবারো প্রথম স্থানে চলে গেছেন জ্যাক মা।

মুকেশ আম্বানির নিম্নে যাবার কারণ হল যে ৩১ শতাংশ তেলের দাম কমা। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী সোমবার তার অর্থের প্রায় ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। তাই তিনি প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে গেলেন। বর্তমানে জ্যাক মা-র সম্পত্তির পরিমান মুকেশ আম্বানির থেকে প্রায় ৩.৬ বিলিয়ন ডলার বেশি।

এই তেলের দাম কমেছে কারণ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে রেষারেষি। যার জেরে গত ২৯ বছরের মধ্যে তেলের দাম সবচেয়ে কম হয়েছে। এর সাথে করোনা ভাইরাসের প্রভাব তো রয়েছেই। এর ফলে রিলায়েন্সের শেয়ারের দাম সোমবার ১২ শতাংশ কমেছে। শুধু যে আম্বানির ব্যবসার ক্ষতি হয়েছে তা নয় , অন্যান্য ধনকুবের যাদের তেলের ব্যবসা আছে তারাও এর জন্য ক্ষতিগ্রস্থ হয়েছেন।

২০২১ সালের মধ্যে মুকেশ আম্বানি সৌদি আরবিয়ার মোট ঋণ মেটাতে চেয়েছেন বলে সূত্রের খবর। এবার এই পরিকল্পনার কি পরিস্থিতি হবে সেটাই নজরে থাকবে। আর তার সাথে মুকেশ আম্বানি কিভাবে আবার শীর্ষে পৌঁছাবেন সেদিকে লক্ষ্য রাখবে গোটা বিশ্ব।

Related Articles

Back to top button