অ্যামাজন শপিং সাইট থেকে এসেছিল কেমিক্যাল, পুলওয়ামা কাণ্ডে গ্রেফতার আরও ২
পুলওয়ামা কাণ্ডে শুক্রবার আরো দুজনকে গ্রেফতার করেছে দ্য ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি। গত বছর ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে খুন করা হয়। মূল অভিযুক্ত আদিল তার বোম্ব সহ গাড়ি জওয়ানদের বাসে অ্যাটাক করে আর তাতেই জওয়ানরা মারা যান।
যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন ওয়ায উল ইসলাম, বয়স ১৯, শ্রীনগরের বাসিন্দা, আর অন্যজন আব্বাস রাথের, বয়স ৩২, হাক্রিপরার বাসিন্দা। এছাড়া NIA এর রিপোর্ট অনুযায়ী হাক্রিপরা থেকে এক বাবা ও তার মেয়েকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিন কাশ্মীর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন : কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা
ওয়ায উল ইসলাম জেরায় জানিয়েছে যে সে অ্যামাজন শপিং সাইট থেকে বিভিন্ন কেমিক্যাল, ব্যাটারি এবং অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম কিনত। পুলওয়ামা অ্যাটাকের জন্য সে সব অসামাজিক জিনিস জঙ্গিদের কাছে সরবরাহ করত। আব্বাস রাথের বলেছে যে সে এই জঙ্গিদের কাজের সাথে অনেক আগের থেকে যুক্ত ছিল। সে ২০১৮ সালের এপ্রিল থেকে মে মাস নাগাদ জেইস জঙ্গি মহহমদ উমারকে তার বাড়ীতে আশ্রয় দিয়েছিল।
এছাড়া সে আদিল আহমাদ দার, সমীর আহমেদ দার, কামরান (পাকিস্তানি জঙ্গি)- কে তার বাড়ীতে বহুবার আশ্রয় দিয়েছিল বলে সে স্বীকার করেছে। আব্বাস এর সাথে আরও বলেছে যে পুলওয়ামা কাণ্ডের মূল অভিযুক্ত আদিল আহমেদ, এবং তারিক আহমেদ শাহ, এবং তার কন্যা ইনশা জান কেও নিরাপদে তার বাড়ীতে রেখেছিল। যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের শনিবার জম্মু-র স্পেশাল কোর্টে তোলা হবে বলে সূত্রের খবর।